উত্তরদিনাজপুর

এক ব্যাবসায়ী প্রতিষ্ঠানের কর্মীর খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করল এক যুবককে

গত ১৯শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এক ব্যাবসায়ী প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের  ঘটনায় বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। সেই ঘটনায় জড়িত সিদ্দিক নামে এক জনকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারপতি সঞ্জয় কুমার শর্মা ধৃতকে ১৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। উল্লেখ্য ইসলামপুর থানার ভাঙাপুল এলাকার ৩১ নাম্বার জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হয় স্থানীয় আমবাগান কলোনীর বছর ২৫ শের মনোজ চৌহান নামে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ। সে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় একটি স্টীল ফার্নিচারের দোকানের কর্মচারী। মনোজ দোকানের টাকা কালেকশনের জন্য কিসানগঞ্জের উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে গিয়েছিল। এরপর সে ৩ লক্ষ ৫৫ হাজার ৭০০ টাকা কালেকশন করে ফিরছিল। রাত হয়ে গেলেও সে ফিরে না আসায় তার দোকানের মালিক তার খোঁজ করতে গেলে জাতীয় সড়কের ধারে গুলি বিদ্ধ অবস্থায় মনোজের মৃত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ার করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে সিদ্দিক নামে এক জনকে গ্রেফতার করে। তাকে আজ আদালতে তোলা হলে বিচার প্রতি ১৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় বলে জানান সরকারি আইনজীবী।